তারাবি নামাজ মসজিদের পরিবর্তে বাসায় আদায়

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আসন্ন রমজানে তারাবি নামাজ মসজিদের পরিবর্তে বাসায় আদায়ের কথা বলা হয়েছে। এ পরিস্থিতিতে নিজ এলাকার মুসল্লিদের জন্য সরাসরি টেলিভিশনে তারাবি নামাজ সম্প্রচারের উদ্যোগ নিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। 

শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক লাইভে এসব কথা জানান তিনি। 


আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা এমন একটা সময়ে আছি যখন মসজিদে নামাজ আদায় করতে পারছি না। সৌদির গ্র্যান্ড মুফতিও মানুষজনকে ঈদ এবং তাবারীর নামাজ বাড়িতে আদায় করতে বলেছেন। আমরাও এ ব্যাপারে আগাম চিন্তা করে রাখছি। আমার এলাকায় বড় ক্যাবল নেটওয়ার্ক যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি। আসন্ন রমজানে আমরা টেলিভিশনে সরাসরি তারাবী নামাজ সম্প্রচার করবো। এলাকায় যারা আছেন, বাড়িতে বসে যদি টেলিভিশনের মাধ্যমে ইমামকে ফলো করতে চান, সেভাবে আদায় করতে পারবেন। 

Follow

Comments

Popular posts from this blog

করোনা উপেক্ষা করে যানাযার নামাজে হাজার মুসল্লি