করোনা উপেক্ষা করে যানাযার নামাজে হাজার মুসল্লি

অথচ করোনাতে আক্রান্ত কারো দাফনের জন্য মানুষ পাওয়া যাচ্ছেনা।

সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা নিজেরা নিজেদের সর্বনাশ করো না’ ।

আবার দেখুনঃ
জানাযার নামাজ হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া এমন ফরজ যা সমাজের একজন আদায় করলে সকলের পক্ষে আদায় হয়ে যাবে।
আমাদের তথাকথিত ইসলামী স্কলারদের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে আমরা পবিত্র কোরআনের লঙ্ঘন করতে দ্বিধাবোধ করিনি। যেহেতু সাধারণ মুসলিম কোরআন নিয়মিত পাঠ করেন না সেহেতু এইসব জ্ঞানী ব্যক্তিদের উচিত ছিল তাদেরকে সাবধান করা।
ইটালিতেও ঠিক একইভাবে গির্জা থেকেই কমিউনিটি ট্র্যাঞ্জিশনের শুরুটা হয়েছিল এবার আমরাও সেই মাস এ্যাটাকের আওতায় চলে আসলাম।
রাত আর পোহাবে না পাঞ্জেরী...☹️
Like on Facebook

Comments

Popular posts from this blog

তারাবি নামাজ মসজিদের পরিবর্তে বাসায় আদায়