Posts

মধ্যবিত্ত হয়ে দেশের দুর্দিনে মানুষের পাশে

Image
আব্দুর রাজ্জাক ভায়ের মহৎ উদ্যোগ হালসা ২৪: নিজ ডেস্ক : হালসা বাজার আমবাড়ীয়া ইউনিয়নের, শাকদহচর গ্রামের আব্দুর রাজ্জাক ১৮ এপ্রিল তার ফেসবুকের মাধ্যমে উক্ত তথ্যটি প্রকাশ করেন।  ওহে টেম্পু এখনো সময় আছে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ কর তওবা কর না হইলে তোর গোষ্টি সহকারে শেষ হয়ে যাবে ।আল্লার মার দুনিয়ার বার শালা ইসরাইলের পা চাটা গোলাম ওরে টেম্পু তোর সাহায্য আমাদের দরকার নেই আললাহ আমাদের সাহায্য কারি। আমাদের লাইক দিন Like us on facebook

তারাবি নামাজ মসজিদের পরিবর্তে বাসায় আদায়

Image
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আসন্ন রমজানে তারাবি নামাজ মসজিদের পরিবর্তে বাসায় আদায়ের কথা বলা হয়েছে। এ পরিস্থিতিতে নিজ এলাকার মুসল্লিদের জন্য সরাসরি টেলিভিশনে তারাবি নামাজ সম্প্রচারের উদ্যোগ নিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।  শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক লাইভে এসব কথা জানান তিনি।  আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা এমন একটা সময়ে আছি যখন মসজিদে নামাজ আদায় করতে পারছি না। সৌদির গ্র্যান্ড মুফতিও মানুষজনকে ঈদ এবং তাবারীর নামাজ বাড়িতে আদায় করতে বলেছেন। আমরাও এ ব্যাপারে আগাম চিন্তা করে রাখছি। আমার এলাকায় বড় ক্যাবল নেটওয়ার্ক যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি। আসন্ন রমজানে আমরা টেলিভিশনে সরাসরি তারাবী নামাজ সম্প্রচার করবো। এলাকায় যারা আছেন, বাড়িতে বসে যদি টেলিভিশনের মাধ্যমে ইমামকে ফলো করতে চান, সেভাবে আদায় করতে পারবেন।  Follow follow on facebook

করোনা উপেক্ষা করে যানাযার নামাজে হাজার মুসল্লি

Image
অথচ করোনাতে আক্রান্ত কারো দাফনের জন্য মানুষ পাওয়া যাচ্ছেনা। সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা নিজেরা নিজেদের সর্বনাশ করো না’ । আবার দেখুনঃ জানাযার নামাজ হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া এমন ফরজ যা সমাজের একজন আদায় করলে সকলের পক্ষে আদায় হয়ে যাবে। আমাদের তথাকথিত ইসলামী স্কলারদের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে আমরা পবিত্র কোরআনের লঙ্ঘন করতে দ্বিধাবোধ করিনি। যেহেতু সাধারণ মুসলিম কোরআন নিয়মিত পাঠ করেন না সেহেতু এইসব জ্ঞানী ব্যক্তিদের উচিত ছিল তাদেরকে সাবধান করা। ইটালিতেও ঠিক একইভাবে গির্জা থেকেই কমিউনিটি ট্র্যাঞ্জিশনের শুরুটা হয়েছিল এবার আমরাও সেই মাস এ্যাটাকের আওতায় চলে আসলাম। রাত আর পোহাবে না পাঞ্জেরী...☹️ Like on Facebook